রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় মো. শাকিল (১৬) নামে এক বেকারী কর্মচারীর মৃত্যু হয়েছে৷ সোমবার রাত ১টায় চট্টগ্রাম নগরীর ম্যাক্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাকিল নোয়াখালী উপজেলা সদরের সুধারাম থানার খলিফার হাট এলাকার দর্জি বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে ও জাহান বেকারির চারাবটতল শাখার কর্মচারী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত ৪ ফেব্রুয়ারী রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের চারাবটতল মহিলা মাদরাসার সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক পারাপারের সময় একটি নোহা (চট্ট মেট্রো চ-১১ – ৮০১৫) গাড়ি থাক্কা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা চট্টগ্রাম নগরীর ম্যাক্স হসপিটালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশিত করেছেন জাহান বেকারীর চারাবটতল শাখার ম্যানেজার মো. ইমন। রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজাদ বলেন, কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় একজন আহত হয়েছিল। মারা যাওয়ার বিষয়টি কেউ জানায়নি।