মোঃ হোসেন গাজী।।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সমগ্র বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে “শান্তি সমাবেশ” কর্মসূচীর আওতায় চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের শান্তিপূর্ন সমাবেশে অনুষ্ঠিত হয়।
১১ ফেব্রুয়ারী শনিবার বিকালে চান্দ্রা চৌরাস্তা শান্তি সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর বাশার খন্দকারের পরিচালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন জয়নাল পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন মিয়াজী,সিনিয়র সহ-সভাপতি আলী আশ্বাদ বেপারী, সহ-সভাপতি ডাঃ লক্ষ্মণ সরকার, আবু ইউসুফ শেখ, লায়ন নয়ন খান, যুগ্ম সাধারণ সম্পাদক তাফাজ্জল খান, সাংগঠনিক সম্পাদক খালেক মিজি, মোঃ স্বপন পাটওয়ারী, মনু মিয়া,
চান্দ্রা ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক শেখ মোঃ আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম আহব্বায়ক সালাহ উদ্দিন মিয়া (বাবু), যুগ্ম আহব্বায়ক ফাহিমুল ইসলাম (শশী), সদস্য রাসেল পাটওয়ারী, জাহিদ হাসান টিটু, জহির মিজি, মমিন খান, ইসমাইল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান রাজু পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মমিন খান,৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু জাফর খান, সাধারণ সম্পাদক শাহ আলম খান, ছাত্রলীগ নেতা শফিক কবিরাজ সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত সকলের উদ্দেশ্য ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটওয়ারী তিনি বলেন, দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রাকে কোনো অবস্থায়ই বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না। কেউ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাইলে, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ঘরে বসে থাকবে না।তাদেরকে বাংলাদেশে ২০১৩-১৪ সালের মতো আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে এবং দেশকে জঙ্গিদের দেশে পরিণত হতে দেওয়া যাবে না।