প্রেস বিজ্ঞপ্তি:
সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী ( দ.) ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ( ক.)’র চন্দ্রবার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষ্যে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফুজিরা আল তোবান এলাকায় আশেকানে হক ভান্ডারীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন মোঃ রাশেদ।মো: আলমগীর এর পরিচালনায় শুরুতেই কোরআন তেলোয়াত করেন মো: মোকতার হোসেন,নাত এ রাসুল পরিবেশন করেন মোঃ রবিউল হুসাইন, মাইজভান্ডারী কালাম পরিবেশন করেন মোঃ আবুল বশর শাহেদ। প্রধান আলোচক ছিলেন মো: রমজান আলী, শাজরাহ্ শরীফ পাঠ করেন কাজী মোঃ রাশেদ। আরো উপস্থিত ছিলেন মনছুরুল আলম, মাসুদ,করিম প্রমুখ। পরিশেষে মিলাদ কিয়াম সেমা মাহফিল ও তুরস্ক এবং সিরিয়ায় ভুমিকম্পে যারা মৃত্যু বরন করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পর তাবরুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয় ।