পিরোজপুরে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

পিরোজপুরে আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস এবং ঐতিহাসিক ৭ মার্চ দিবস যথাযথ মর্যাদার সাথে পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১০:৩০ জেলা প্রশাসনের শহীদ সাঈফ মিজান- আব্দুর রাজ্জাক স্মৃতি মিলনায়তনে এ প্রস্তুতি সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, সিভিল সার্জন ডাঃ হাসপাত ইউসুফ জ্যাকি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াসিন, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজিজি, বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয় যে, ২০ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, মসজিদে মিলাদ- দোয়া, মোনাজাত, মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান এর মধ্য দিয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হবে। এদিকে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন উপলক্ষে সকাল ১১:৩০ ঘটিকায় একই স্থানে জেলা প্রশাসকের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জাতীয় জীবনের এ গৌরবোজ্জল দিনটি যথাযথভাবে উদযাপনের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি প্রনয়ণ করা হয়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে জাতির পিতার স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, জেলা শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমী পৃথক-পৃথকভাবে আয়োজিত চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতার আয়োজন করবে। এছাড়া স্কুল পর্যায়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কলেজ পর্যায়ে কারাগারের রোজ নামচার উপর কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠান, জেলা তথ্য অফিসের আয়োজনে পোষ্টার প্রদর্শনী ও বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের ব্যবস্থা করা হবে। বিভিন্ন সরকারি বেসরকারি, আধাসরকারি, স্বায়তশাসিত প্রতিষ্ঠানে আলোকস্বজ্জ্বাও করা হবে।

পিরোজপুর প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (বিকাল ৪:৪২)
  • ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৯ই রমজান, ১৪৪৫ হিজরি
  • ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১