চাঁদপুরে মন্দিরে মন্দিরে শিব চতুর্দশী পূজা অনুষ্ঠিত

 

শ্যামল সরকারঃধর্মীয় ভাব গাম্ভর্যের মধ্য দিয়ে চাঁদপুর  শ্রী শ্রী কালিবাড়ি  মন্দিরসহ শহরের প্রতিটি মন্দিরে দুইদিন ব্যাপী শিব চতুর্দশী (শিবরাত্রি) পূজা অনুষ্ঠিত হয়েছে ।জানাযায় শিব’ কথার অর্থ হল কল্যাণকারী অর্থাৎ জগতের প্রতি কল্যান করেন যিনি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব চতুর্দশী ব্রত বা মহা শিবরাত্রি পালন করা হয় । ভগবান শিব তিনি দেবাদিদেব মহাদেব নামে পরিচিত। শিবলিঙ্গ অর্থাৎ কল্যাণকারী চিহ্ন। বৈদিক মন্ত্রে ভগবান শিবই জগতের ঈশ্বর।শিবরাত্রির এই প্রথা প্রায় ২০০ বছর ধরে পালিত হয়ে আসছে।১৮ও ১৯  ফেব্রুয়ারী সকাল থেকে আগত ভক্ত বৃন্দের উলুধ্বনি, ঢাকের তালে মূখরিত হয়ে উঠে মন্দির আঙ্গিনা । ভগবান শিবকে তুষ্ট করতে শিবলিঙ্গ স্নান করার মধ্য দিয়ে পূজা সুভারম্ভ হয়। পূজা স্থলে নারী ভক্তবৃন্দের উপস্থিত ছিলো চোখে পরার মত তারা স্বামী, সংসার ও জগতের শান্তি কামনায় হাজার হাজার নারী পুরুষের পদচারণায় মন্দিরের তিলধারণ জায়গা ছিল না। সনাতনধর্মালম্বীরা এই ব্রত পালন করে থাকেন । এ সময় মন্দির কমিটির লোকজন কে পুজা দিতে আসা ভক্তমন্ডলির শৃঙ্খলা রক্ষা করতে বেশ বেগপেতে হয়।এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর কালিবাড়ি মন্দির কমিটির সকল সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (দুপুর ১:২৪)
  • ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০