জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা হয়েছে।
২১ ফেব্রুয়ারি মঙলবার বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে ওই সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন।
প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফেরদৌস রহমান জুয়েল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলমগীর আজাদ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মন্নাফ খান, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সূত্রধর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক প্রমুখ।
ওইসময় উপজেলা আওয়ামী লীগ ও তাঁর অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।