আজিম-হাকিম স্কুল এন্ড কলেজে ২১ শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, র‌্যালি ও আলোচনা সভা

 

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ:

কর্ণফুলী উপজেলা ১নং চরপাথরঘাটা ইউনিয়ন এর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আইয়ুব বিবি ট্রাস্ট কর্তৃক পরিচালিত আজিম-হাকিম স্কুল এন্ড কলেজে একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইয়ুব বিবি ট্রাস্টের প্রধান নির্বাহী মাস্টার হাফেজ আহমদের সভাপতিত্বে সহকারী শিক্ষক জনাব উৎপল রায় এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: হায়দার আলী রনি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য প্রাণ দেওয়া এইরূপ ঘটনা আর দ্বিতীয়টি নেই।

Exif_JPEG_420

তাদের অবদান ও আত্মত্যাগের ফলে যেমন রক্ষা পেয়েছে বাংলা ভাষার মর্যাদা তেমনি রোপিত হয় বাঙালি জাতির হাজার বছরের স্বপ্ন, স্বাধীনতার চেতনা বস্তুত ১৯৫২ সালের ঐতিহাসিক পথ বেয়ে ১৯৭১ সালে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপোষহীন নেতৃত্বে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়। ভাষা আন্দোলনের মহান শহিদদের বাঙালি জাতি ও বাংলা ভাষা জনগোষ্ঠী চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। ইউনেস্কো কর্তৃক এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতির মাধ্যমে দিনটি বিশ্বের সব জাতি গোষ্ঠী নিজের ভাষা ও সংস্কৃতি রক্ষায় ঐক্য নবজয়ের প্রতীক হয়ে উঠেছে। অমর একুশের শিক্ষা হলো আমাদের আদর্শ। আমাদের ত্যাগ ও তিতিক্ষা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আমরা আমাদের মা শব্দটাকে নিয়ে অনেক গর্ববোধ করতে পারি, মা দিয়ে মাটি, মাতৃভাষা, মমতা, মন, মাতৃত্ববোধ মাতৃভাষা পরিচয় গঠনে সম্প্রদায়ের মধ্যে সেতু বন্ধনে তৈরি করতে এবং পারষ্পরিক বোঝাপড়া ও সম্মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরাই একদিন এই মাতৃভূমিতে উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলে উঠবে আগামী দিনগুলিতে। এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকালে প্রভাতফেরীর বিশাল বণার্ঢ্য র‌্যালি নানা আয়োজনে পালিত হয় স্কুল অস্থায়ী শহিদ মিনারে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের পদারোচনায় মুখরিত হয় স্কুল প্রাঙ্গণ। অনুষ্ঠানের মূল আকর্ষণ চিত্রাংকন প্রতিযোগিতা সাংষ্কৃতিক অনুষ্ঠান, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ এবং শিক্ষক শিক্ষার্থীদের আপ্যায়ন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল প্রতিষ্ঠাতা সদস্য জনাব এম এ সালাম, জনাব মো: আব্বাস আলী খান, প্রধান শিক্ষক জনাব মো: মনজুর আলম, সহকারী প্রধান শিক্ষক জনাব অখিল চন্দ্র পাল, দৈনিক জনবানীর স্টাফ রিপোর্টার বেলায়েত হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (বিকাল ৫:১৯)
  • ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০