সাঘাটায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

 

স্টাফ রিপোর্টার:

গাইবান্ধার সাঘাটা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। গাইবান্ধা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান করেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সাঘাটা উপজেলার বারকোনা বাজার ও শিমুলবাড়ী এলাকায় অভিযান এ পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা জেলার সহকারী পরিচালক আব্দুস সালাম তালুকদার।

এসময় প্রশিকিউশন অফিসার খায়রুল ইসলাম, সাঘাটা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা জেলার সহকারী পরিচালক আব্দুস সালাম তালুকদার বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রির দায়ে বেকারীসহ ৪ প্রতিষ্ঠানে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (দুপুর ২:২০)
  • ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০