মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে আলুর বস্তায় ফেন্সিডিল পাচার করার সময় আলুসহ ট্রাক জব্দ করে, ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৪ফেব্রুয়ারি) সন্ধায় পৌর শহরের শাপলা চত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় ঢাকাগামী আলু বোঝাই ট্রাক আটক করে আলূর বস্তার ভিতর থেকে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে আলুসহ ট্রাকটি জব্দ করে এবং ওই ট্রাকের চালক ফরিদ (৪১) ও হেলপার তুহিন ইসলাম (২২) কে আটক করা হয়।
এ ঘটনায় ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক রেজাউল করিম বাদি হয়ে মাদক পাচার আইনে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশের হাতে আটক ট্রাক চালক ফরিদ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকাতলা এলাকার ভাকখোলা গ্রামের সমেস উদ্দিনের ছেলে ও হেলপার তুহিন ইসলাম একই উপজেলার গুজিয়া গ্রামের আব্দুল মালেক শেখের ছেলে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী আলু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্র-ট ২৪-৭৮২০) আটক করে থানায় এনে তলালাশী চালিয়ে, আলুর বস্তার ভিতরে বিশেষ ব্যবস্থায় রাখা আমদানী নিষিদ্ধ ৪৮বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। আলুসহ ট্রাকটিকে জব্দ করে ট্রাকের চালক ও হেলপারকে আটক করে মামলা দায়ের করা হয়েছে,তাদের কে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি