নকলায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ মেলা

 

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট প্রাণিসম্পদ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে ওই মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মেলার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. ইসহাক আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন প্রমুখ।
আরও বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. সুজন মিয়া, উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. আলমগীর আজাদ, সদস্য বেলায়েত হোসেন আকন্দ, খামারী কামরুজ্জামান মাস্টার প্রমুখ।
মেলা শেষে খামারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ৩:০৯)
  • ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি
  • ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১