শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি ঃ
রাউজান উপজেলা আনসার ভিডিপি অফিসের কার্যক্রম চলছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কপোরোশন (বি এ, ডি, সি) পরিত্যক্ত ভবনে।আনসার ভিডিপি অফিসের কার্যক্রম চালানো ভবনটির কক্ষের ছাদের প্লাষ্টার খসে পড়ে ছাদের রড দেখা যাচ্ছে। ভবনের দেওয়ালও ধরেছে ফাটল। বৃষ্টি হলে ছাদ চুষে বৃষ্টির পানি পড়ে।এতে অফিসের কার্যক্রম বিঘ্নিত ঘটে। রাউজান উপজেলা পরিষদের নতুন ভবন নির্মান করার পূর্বেই পুরাতন উপজেলা পরিষদ ভবনে আনসার ভিডিপির অফিস ছিল। নতুন ভবন নির্মান করার জন্য পুরাতন ভবন ভেঙ্গে ফেলা হয়। পুরাতন ভবন ভেঙ্গে ফেরা হলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কপোরোশন (বি এ, ডি, সি) পরিত্যক্ত ভবনের ২য় তলায় রাউজান উপজেলা আনসার ভিডিপি অফিস ও উপজেলা যুব উন্নয়ন অফিস নিয়ে যাওয়া হয়। নতুন ভবন নির্মান কাজ শেষ হলে পরিত্যক্ত ভবন থেকে যুব উন্নয়ন অফিস নব নির্মিত ভবনের ৪র্থ তলায় নিয়ে যাওয়া হলেও পরিত্যক্ত ভবনে থেকে যায় আনসার ভিডিপি অফিস।প্রতিদিন জীবনের মারাত্বক ঝুঁকি নিয়ে ঝুঁকিপূর্ন ভবনে অফিসের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আনসার ভিডিপি কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন ও তার অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা । রাউজানে পল্লী বিদ্যুৎ সমিতি, রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্র, চুয়েট, রাউজান ২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ব্যাংক, রাউজান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, হলদিয়া রাবার বাগান, ডাবুয়া রাবার বাগান, রাউজান রাবার বাগানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ২শত ১৫ জন আনসার সদস্য রয়েছে । নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা প্রতিদিন নিত্তনৈমত্তিক কাজে উপজেলা আনসার ভিডিপি অফিসে আসতে হয়। এছাড়াও জাতীয় সংসদ নির্বাচন, ইউপি নির্বাচন, উপজেলা পরিষদ নিবার্চন, পৌর নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব ও দুর্গাপুজার সময়ে পুজা মান্ডপে নিরাপত্তার দয়িত্ব পালন করতে হয় । রাউজান উপজেলা আনসার ভিডিপি কর্মকতা ফাহমিদা ইয়াসমিন বলেন, দেশের যে সব এলাকায় জমি পেয়েছে ঐ সব উপজেলায় আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয়ের জন্য ভবন নির্মান করা হয়েছে । রাউজানে জমি না থাকায় নতুন ভবন নির্মান করা সম্ভব হয়নি। একারনে ঝুঁকিপূর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন কাজ করছি । এই ঝুঁকিপূণ ভবন থেকে অফিস সরিয়ে নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।