ফরিদগঞ্জ সংগীত একাডেমী নাট্য থিয়েটারের ম্বাধীনতা ও জাতীয় পালিত

 

আমান উল্যা আমান:-ফরিদগঞ্জ উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ফরিদগঞ্জ সংগীত একাডেমী নাট্য থিয়েটার
যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬শে মার্চ পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে সংগঠনের পক্ষ থেকে ভোরে সংগঠনের শিক্ষার্থীদের নিয়ে স্বধীনতা রেলি করে শহীদ মিনারের স্বাধীনতা স্তম্ভ বীর শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন একাডেমির শিক্ষার্থী অভিভাবক ও কর্মকর্তাগন। এছাড়া উপজেলা প্রশাসন আয়োজিত মাঠ সমাবেশ কুচকাওয়াজে অংশ গ্রহণ করে একাডেমীর কার্যালয়ে গিয়ে ইসলামী সংগীত অনুষ্ঠান ও ইফতার বিতরণ এর মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শেষ হয়। স্বাধীনতা ও জাতীয় দিবসের সারাদিনের অনুষ্ঠানে সংগীত একাডেমী নাট্য থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংস্কৃতিক,সাংবদিক ক্রিড়া সংগঠক আমান উল্যা আমানের নেতৃত্বে সারাদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে কিছুটা সময় ফটােসেশনে অংশ গ্রহন করেন,সংগীত একাডেমীর উপদেষ্টা,ইউএনও তাসলিমুন নেছা,অফিসার ইনচার্জ আব্দুল মান্নান উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান জিএস তসলিম,সমাজ সেবিকা রাজনীতিবিদ,ডাক্তার বদরুন নাহার,বীর মুক্তিযােদ্ধা সহিদুল্লাহ তফদার,আলী হােসেন ভুইয়া,দেলােয়ার হােসেন,আমির হােসেন মৃর্ধা,সরােয়ার হােসেন,প্রেসক্লাব সভাপতি কারুজ্জামান,সাবেক সভাপতি নবী নােমান,বর্তমান সাধারন সম্পাদক আব্দুস সােবহান লিটন,পল্লী সঞ্চল ব্যাংকের ম্যানেজার ফারহানা আক্তার,মৎস অফিসার ফারহানা আক্তার রুমা,বড়ালী কবির আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহমেদ,শিক্ষিকা শিলা রানী দে,সাংবদিক অধ্যাপক মহিউদ্দিন,আনিছুর রহমান সূজন,মমিন গাজী,ফাহাদ হােসেন,জাকির হােসেন,আব্দুল কাদির,ফখরুল পাঠান,আল আমিন সাইফ আব্দুল কাদির মাস্টার,ইকবাল খান শাহআলম,সুমন হােসেন,মােহাম্মদ শাহ আলম। শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন,
আজরা আমান অধরা,রিয়া,রিমু,বিনতে,তানজিলা আক্তার বর্ষা,মুনতাহা ইতি,মিথিলা আক্তার,মরিয়ম আক্তার,জেসমিন আক্তার,সূবর্না রানী,তিথি রানী,জান্নাত আক্তার,মিম আক্তার,মিলি আক্তার,তাসফিয়া নাজনিন,ঐশী রানী দেব,তামান্না আক্তার,জান্নাত আক্তার২,বিনতে বুশরা,লামিয়া আক্তার,সামিয়া আক্তার,স্বর্না রানী,আয়শা আক্তার,মিম আক্তার,নিলা আক্তার,সাবিনা আক্তার,শিলা রানী দেব প্রমুখ।
বার্তা প্রেরক
আমান উল্যা আমান
ফরিদগঞ্জ চাঁদপুর।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (সন্ধ্যা ৬:৫৫)
  • ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি
  • ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০