মোশারফ হোসেন ফারুক মৃধা :
আনন্দ উল্যাস ও উৎসব মুখোর পরিবেশের মধ্য দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার ২৭ মে ফরিদগঞ্জ দলিল লেখক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহন চলছে। ১০১ ভোটের মধ্যে ৯৮ ভোট কাস্ট হয়েছে।
সভাপতি পদে ৫৪ ভোট পেয়ে আব্দুল কাদের পাটওয়ারী ও সাধারণ সম্পাদক পদে ৪১ ভোট পেয়ে মোঃ ছালাউদ্দিন মিজি নির্বাচিত হয়েছেন। এছাড়া অপর ১১টি পদে নির্বাচিতরা হচ্ছেন, সহসভাপতি পদে মোঃ হারুনুর রশিদ প্রাপ্ত ৭৩ ভোট, সহ সাধারন সম্পাদক পদে ওসমান গণি মিঠু প্রাপ্ত ৩৫ ভোট, কোষাদক্ষ পদে মোঃ কামাল হোসেন প্রাপ্ত ৫১ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইকবাল হোসেন পাঠান প্রাপ্ত ৫২ ভোট, দপ্তর সম্পাদক পদে মোঃ ফিরোজ আলম প্রাপ্ত ৪৯ ভোট, প্রচার ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ জানে আলম জুয়েল প্রাপ্ত ৩৯ ভোট, সদস্য পদে রুহুল কুদ্দুছ প্রাপ্ত ৭৪ ভোট,
মোঃ জহিরুল ইসলাম প্রাপ্ত ৬৯ ভোট, মোঃ জাকির হোসেন প্রাপ্ত ৬৮ ভোট, মোঃ আহামিম খান শামিম প্রাপ্ত ৫৯ ভোট, আমির হোসেন প্রাপ্ত ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার মোঃ হুমায়ূন কবির, সাব- রেজিষ্টার মোঃ আরিফুর রহমান, জেলা সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক খায়রুল আলম বিল্লাল অবাদ সুষ্ঠু নির্বাচন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।