চাঁদপুর উপজেলাস্থ পুকুরের ঠিকাদার কর্তৃক ভূলকাজের পুনঃরায় মেরামত

মোঃ মুছা তপদার:
দীর্ঘ আলোচনা সমালোচনার পর অবশেষ চাঁদপুর উপজেলার পরিষদের সামনের পুকুরের ঠিকাদার কর্তৃক ভূলকাজের পুনঃরায় মেরামত কাজ শুরু করেছেন,  শনিবার থেকে সদ্য নির্মানকৃত পুকুরের ব্রিক রিটার্নিং ওয়াল কাজ শুরু করেন ঠিকাদার।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলা পরিষদের সামনের পুকুরের সুন্দরবর্ধনের জন্য পুকুরের চারপাশে ব্রিক রিটানিং ওয়াল নির্মান করেন উপজেলা প্রশাসন, বিভিন্ন দাফে পুকুরে চারপাশের ব্রিক রিটার্নিং ওয়াল নির্মাণ করা হয়। চাঁদপুর কুমিল্লা আ লিক মহাসড়কের পাশে পুকুরের ব্রিক রিটানিং ওয়াল কাজের ক্রুটি হওয়ায়  ত্রুটি অংশ ভেঙ্গে মেরামত করার জন্য উপজেলা প্রশাসন ঠিকাদারকে নির্দেশ দেন, সে নির্দেশের আলোকে ঠিকাদর ত্রুটি অংশ কাজ মেরামত শুরু করেন।
কাজের তদারকি করছেন সহকারী প্রকৌশলী আইউব খান। পুনঃরায় কাজ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েন সাধারণ জনগন।
সহকারী প্রকৌশলী আইউব খান জানান, উপজেলা পরিষদের সামনের পুকুরের যে কাজ করা হয়েছিল, তা কিছু ক্রটি হয়েছে, সে ত্রুটিকৃত কাজ নতুন করে ঠিকাদারকর্তৃক মেরামত করা হচ্ছে, এবার সুন্দর ও সঠিক ভাবে কাজটি শেষ করার জন্য সার্বক্ষিণ মনিটরিং করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (রাত ৪:৫১)
  • ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১