আজ ৫-জুন ২০২৩ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস।এ বছর বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান নির্ধারণ করা হয়েছে “ সবাই মিলে করি পণ, বন্ধ হবে। প্লাস্টিক দূষণ” এবং প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে “প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে।”
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যমে দিবসটি উদযাপন শুরু করে জেলা প্রশাসন চাঁদপুর। এরপর জেলা প্রশাসক চাঁদপুর এঁর অফিস প্রাঙ্গন পরিচ্ছন্নতা কার্যক্রমের সূত্রপাত ঘটে। পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বক্তব্য রাখেন চাঁদপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান।
এছাড়া সভাপতি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চাঁদপুর, জনাব বশির আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বক্তব্য রাখেন।
চাঁদপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. মো: মাসুদ হোসেন সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সভায় আরো বক্তব্য রাখেন উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর এবং ডা. পীযূষ কান্তি বড়ুয়া।
দিবসটি উদযাপনে শিশু কিশোরদের নিয়ে আয়োজিত পরিবেশ বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মোট ২০ জন বিজয়ীদের মাঝে সভা শেষে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
আপডেট টাইম : সোমবার, জুন ৫, ২০২৩, ২২০ বার পঠিত