পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করনীয় শীর্ষক এক আলোচনা সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর সদর উপজেলার কলাখালী জিন্নাত আলী মাধ্যমিক স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে এই মতবিনিময় সভায প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ। জেলা তথ্য বিভাগের আয়োজনে মতবিনিময় সভা সঞ্চালনা করেন জেলা তথ্য বিভাগের উপ পরিচালত লেলিন বালা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ হানিফ মোল্লা। এসময স্থানীয় কলাখালী ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিস্টার, গনমাধ্যম কর্মী এসএম পারভেজসহ শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্র-ছাত্রবিৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পাশাপাশি স্মার্ট বাংরাদেশ বিনির্মানে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সে সম্পর্কে বিভিন্ন স্লাইট প্রদশর্ন করা হয়।
পিরোজপুর প্রতিনিধি