𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐂𝐇𝐀𝐍𝐃𝐏𝐔𝐑.
[ 𝟬𝟭 𝗔𝗨𝗚𝗨𝗦𝗧 𝟐𝟎𝟐𝟑]
চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ অফিস সম্মেলন কক্ষে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম পুলিশ সুপার চাঁদপুর এর সভাপতিত্বে জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর এর অফিসার্স ও ফোর্সদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর সকল অফিসার ও ফোর্সবৃন্দের সাথে কুশলাদি বিনিময় করেন। মাননীয় পুলিশ সুপার মহোদয় পরিচয় পর্ব শেষে সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন- জঙ্গি, সন্ত্রাস, চোরাচালান, মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ চুরি-ছিনতাই, ডাকাতি, দস্যুতা রোধকল্পে অগ্রিম তথ্য প্রদানের মাধ্যমে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সহিত জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালন’সহ জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ও জনকল্যাণমুখী কাজ করার জন্য দিকনিদের্শনা প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব রাশেদুল হক চৌধুরী, চাঁদপুরসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।