শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় ৪ হোটেল মালিককে ১২ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৮ আগষ্ট সোমবার দুপুরে নকলা পৌরশহরে ওই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন জানান নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষে পৌরশহরের ৪টি হোটেলে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ওইসব হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবর তৈরি, সংরক্ষণ ও সরবরাহের কারণে হোটেল মালিকগণের কাছ থেকে ৩ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।