শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ১ নম্বর কাংশা ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
২৮ আগষ্ট সোমবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের গান্দিগাও রিক্সা গ্যারেজে ওই কার্যালয়ের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে কার্যালয়টি উদ্বোধন করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক মো. দিয়ানত আলী জজ।
স্বাগত বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মজিবর রহমান
আরও বক্তব্য দেন কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল আজিজ ধলু, নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী ফর্সা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. ছামিউল হক রনি, সদস্য মো. আজিজ খান, কাংশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সানোয়ার হোসেন।
বার্তা প্রেরক
জাহাঙ্গীর হোসেন