নয়ন ঘোষ:
নশিপুর মহানন্দা নদীতে হয়ে গেলো যুবসংঘ নৌকা বাইচ
নশিপুর মহানন্দা নদীতে হয়ে গেলো যুব সংঘ নৌকা বাইচ প্রতিযোগিতা। পড়ন্ত বিকেলে একরাশ জলরাশিতে বর্ণিল এই নৌকা বাইচ দেখতে নদীর তীরে দুই পাড়ে আছে উপচে পড়া ভিড় জমায় হাজার হাজার নারী পুরুষ। অবাহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে নৌকা বাইচের আয়োজন বলে জানান আয়োজকরা।
নশিপুর যুবসংঘ আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সোহবুল মাঝির দল। আর দ্বিতীয় হয় শরিফ মাঝির দল।
প্রথম পুরষ্কার হিসেবে সোহবুল মাঝির দল পায় একটি ফ্রিজ । আর দ্বিতীয় হয় সুজন মাঝির দল পায় একটি এলেডি টিভি ৩২ ইঞ্চি । তৃতীয় হয় লকমান মাঝি ২৪ ইঞ্চি নদীর নশিপুর ঘাট থেকে চকঝগড়– ঘাট পর্যন্ত দীর্ঘ এই প্রতিযোগীতায় জেলার ৯টি দল অংশ গ্রহন করে।
প্রতিযোগীতা শেষে শনিবার বিকেলে নশিপুর ঘাট চত্তরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমপি আব্দুল ওদুদ।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মো : আতাউল হক কমল স্থানীয় সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম সাবেক মেম্বার লক্ষন ঘোষ, রোজিবুল হক, দিলসাদ আলী, আব্দুর রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।