শেরপুরের নকলায় ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটি থেকে ২০ জনের পদত্যাগ

জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় টালকি ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটি থেকে ২০ জন পদত্যাগ করেছেন।

৩ অক্টোবর মঙলবার সকালে টালকি ইউনিয়নের জামতলী বাজারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নবগঠিত কমিটির পদত্যাগী সদস্য ইঞ্জিনিয়ার মো. ছায়েদুল হক সাইদ।

এসময় নবগঠিত কমিটির পদত্যাগী সহসভাপতি ফছির উদ্দিনসহ ইউনিয়ন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ছায়েদুল হক জানান ৫১ সদস্য বিশিষ্ট টালকি ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি নাজিমুদ্দিন একসময় গ্রাম সরকার প্রধান ছিলেন। সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যে কেউ আওয়ামী লীগ রাজনীতি করেন না।

মিজানুর রহমান টালকি ইউনিয়নের নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ২০০২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মিজানুর রহমান তাঁর বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর ভাষণ বাজাতে দেননি। বিষয়টি আমাদেরকে আহত করেছে।

সুতরাং এমন নেতৃত্বের কাছে আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরাপদ নন। তাছাড়া কমিটিতে অনেক বহিরাগতরা স্থান পেলেও প্রকৃত ও ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে।

বিষয়টি দলের উর্ধতন কতৃপক্ষের নজরে আনলেও তাঁরা বিষয়টি আমলে নেননি। তাই আমরা নবগঠিত কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (বিকাল ৩:১৭)
  • ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১