নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জেলা এনসিটিএফ শিশুদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), চাঁদপুর এর আয়োজনে বুধবার (১৫ নভেম্বর) চাঁদপুর প্রেসক্লাবে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩-২০২৫ বাস্তবায়নে জেলা এনসিটিএফ শিশুদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম মহোদয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে নারী ও শিশু হেল্প ডেস্ক রয়েছে, যেখানে তাদের সহায়তার জন্য নির্দিষ্ট অফিসার মোতায়েন করা আছে। একই ভাবে আমাদের প্রতিটি থানায় নারী ও শিশু হেল্প ডেস্ক এবং এ সংশ্লিষ্ট অফিসার নিযুক্ত রয়েছে। কিন্তু ইদানীং কালে নারী ও শিশুর প্রতি সহিংসতার পাশাপাশি কিশোর বয়সী শিশুদের দ্বারাও বিভিন্ন সহিংসতা ও অপরাধ সংগঠিত হচ্ছে। তাই নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের পাশাপাশি শিশু-কিশোরদের দ্বারা যেন কোনো প্রকার সহিংসতা বা অপরাধ সংগঠিত না হয় সেদিকেও অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট আমাদের সকলের সচেতনতা জরুরী। তিনি আরও বলেন, চাঁদপুর জেলা পুলিশ নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অঙ্গীকারাবদ্ধ।

এসময় জনাব মোহাম্মদ মাসুদুল আলম ভূঁঞা, গবেষণা কর্মকর্তা, জেলা শিক্ষা অফিস, চাঁদপুর, এনসিটিএফ বাংলাদেশ এর চাঁদপুর শাখার শিশু-কিশোর সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (বিকাল ৩:৪১)
  • ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১