June 26, 2022, 7:54 pm
পলাশ (নরসিংদী) প্রতিনিধি : ‘বছর ব্যাপী ফল চাষে-অর্থ পুষ্টি দুই’ই আসে’ এ প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে নরসিংদীর পলাশে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা চত্বরে এ ফল মেলার উদ্বোধন করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে সকালে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার,সেলিনা আক্তার ও উপজেলা কৃষি অফিসার আবু নাদির এস এ সিদ্দিকী প্রমুখ।