কবি ফয়েজ খানের কবিতা- শোক

আজ আমি অল্প শোকেই কাতর
অধিক শোকে হয়ে গেছি পাথর,
অর্থ বৃত্তের মানদন্ডে যেই সমাজের
মানুষকে বিশ্লেষণ করা হয়,
হতাশার নিরিখে কষ্টের আবেশে
সময় আজও অবলীলায় বয়ে যায়,
হৃদয়ের নীলাআকাশে আসেনা
আজ আরকোন সুখের বৃষ্টি,
হৃদয়ের মোহনায় হয় না আজ আর
নতুন কোন স্বপ্নের সৃষ্টি,
মিষ্টি হাসির আড়ালে কেন
যে এক মিথ্যে মায়ার জালে
ধ্বংস করে দিলে এই আমায়,
কান খুলে শুনে রেখ যে তুষের
আগুন এই হৃদয়ে জালালে
কখনোই করবো না ক্ষমা তোমায়,

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৫:৩৮)
  • ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১