কিমহে বুসান দক্ষিণ কোরিয়া অনুষ্ঠিত হচ্ছে শ্রী শারদীয় দুর্গাপূজা

 

বিশেষ প্রতিনিধি:

শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির দক্ষিণ কোরিয়া এই পুজার আয়োজন করা হয়েছে। আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ  ছাড়াও নেপাল ভারত  রাশিয়ানসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের অতিথিরা এই অংশ গ্রহন করেন। 

রোববার(২২ অক্টোবর)  বিকেলে এই পূজায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বাবু শক্তিপদ মন্ডল কিশোর। 

শ্রীশ্রী দুর্গাপূজা উপলক্ষে এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূজায় যোগ দেন শত শত ভক্ত অনুরাগীরা ফলে এক মিলনমেলার পরিণত হয় অনুষ্ঠানটি। 

অনুষ্ঠান পরিচালনায় সভাপতি বাবু শক্তিপদ মন্ডল কিশোর বলেন অত্যান্ত  সুন্দর  মনোরম পরিবেশে ভক্তরা  উৎসবমুখর পরিবেশে উপভোগ করেন। অনুষ্ঠানে মহাপ্রসাদের আয়োজন করা হয় অতিথিরা পরম আনন্দে সুস্বাদু মহা প্রসাদ গ্রহণ করেন। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন শ্রীশ্রী রাধা কৃষ্ণর টেম্পল এর ভক্তবন্দরা। 

অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে রাধা কৃষ্ণ টেম্পল এর কিমহে কুরিয়ার ভক্তবৃন্দ নিরবাস কিম হে কুরিয়ার ভক্তবৃন্দ নিরলস সেবা দিয়ে থাকেন। তাদের মধ্যে লিটন দাস, নয়ন মন্ডল, নিতাই চৌধুরী, গোবিন্দ বনিক, বিপ্লব পাল, প্রশান্ত মন্ডল অপূর্ব সরকার তূর্য, শুভ রায়, হৃদয় দাস চন্দন রায়, প্রবীণ প্রতীকসহ, আরো অনেকে  পূজারিতে ছিলেন শুভময় বিশ্বাস।

রাকিব হাসান 

মাদারীপুর 

তাং ২২-১০-২৩

মোবাইল ০১৯৫২৯৩৬৫৫১

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ৯:১০)
  • ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি
  • ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১