রাউজানের দুর্গম পাহাড়ে ১৫০ হেক্টর জুম চাষ-একসঙ্গে আদা, হলুদসহ সবজি চাষ

 

শাহাদাত হোসেন, রাউজান ( চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজানের হলদিয়া দুর্গম পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীরা এলাকার পাহাড়ে জঙ্গল-ঝোপঝাড় পরিষ্কার করে জুম চাষে করেছে। তাঁরা জুম চাষের ফাঁকে ফাঁকে পেপে,বেগুন,মিষ্টি কুমড়া, ভুট্টা, বরবটি, টকপাতা,মরিচ, মারফা,আদা,হলুদসহ ইত্যাদি সবজির চাষ করেন। জানা যায়, জুম চাষিরা প্রথমে পাহাড় গুলোর ঝোপঝাড়-জঙ্গল কেটে আগুনে পুড়িয়ে পরিষ্কার করে জুম চাষের জন্য জমি তৈরি করা হয়। তারপর বৈশাখ-জ্যৈষ্ঠ মাস থেকে শুরু হয় বীজ রোপনের কাজ।বিশেষ ধরণের ছোট দা-কোদাল দিয়ে ছোট্ট ছোট্ট গর্ত করে একসঙ্গে ধান বীজসহ কয়েক ধরণের ফসলের বীজ লাগনো হয়। ভাদ্র-আশ্বিন ও কার্তিক মাসে জুমের পাঁকা ধান কাটা হয়। পাহাড়ি এই জনগোষ্ঠীরা জুম চাষ করে উৎপাদিত ধানের চাউল দিয়ে সারা বছরের তাদের পরিবারে খাদ্যের যোগান দিযে থাকে। পরিবারের চাহিদা মিটানোর পাশাপাশি উৎপাদিত নানা ধরনের সবজি হাট-বাজারে বিক্রি করে চলে তাদের সংসার। কৃষি কাজের পাশাপাশি এই জনগোষ্ঠীরা গবাদ পশু পালন করে। এক একটি পরিবারের মধ্যে ১০-১২টি গবাদি পশু রয়েছে।এসব দিয়ে চলে তাদের জীবিকা নির্বাহ।সরজমিনে পরিদশর্ন কালে দেখা যায়, হলদিয়া বৃন্দাবন পুর, বৃকবানুপুর এলাকায় উচু পাহাড়ে সারি সারি জুম চাষের ক্ষেত। তার ফাঁকে ফাঁকে রোপন করা নানা ধরনের ফসলও। আশ্বিন- কার্তিক মাসে কাটা হবে জুম চাষের পাকা ধান। বৃন্দাবনপুর এলাকায় পাহাড়ে বসবাসকারী উমু মং মারমা সঙ্গে কথা হয়। তিনি জনান, ৮০ শতক পাহাড়ি জমিতে জুম চাষের সঙ্গে সাথী ফসল হিসেবে হলুদ, আদা,টকপাতাসহ বিভিন্ন সবজি ক্ষেতের চাষাবাদ করেছি। ৮০ শতক জমিতে জুম ধান ও হলুদ, আদার চাষাবাদ করতে খরচ হয়েছে ২৫ হাজার টাকা। আশ্বিন মাসে জুম ধান পাকা হলে ধান কেটে ঘরে তুলবো। শীতের মৌসুমে হলুদ, আদাসহ উৎপাদিত সবজি বিক্রি করে খরচ বাদ দিযে ৬০ হাজার টাকা আয় করতে পারবো।কৃষি কাজের ফাঁকে আমি ও আমার স্ত্রী মিলে গবাদী পশু পালন করি।পারিবারিক ঐতিহ্য জুম চাষ আর সবজি উৎপাদন করে পরিবারের জীবিকা নির্বাহ করি।রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, পাহাড়ে ১৫০ হেক্টর জমিতে জুম চাষাবাদ হয়েছে।একসঙ্গে সাথী ফসল হিসেবে ভুট্টা,মারফা,আদা, হলুদসহ সারিবদ্ধভাবে আনারস চাষ হয়েছে। তাদের পানি সংকট নিরসনের সরকারি খরচের সেচ পাম্প বসানো হয়েছে।তাঁরা জুম চাষের ভিত্তরের একাধিক ফসল চাষাবাদে আগ্রহী হওয়ায় কৃষি অফিস থেকে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ১১:৪৭)
  • ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০