নিউজ ডেস্ক:
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর এখন সৌদি আরবের পবিত্র আরাফাতের ময়দান। বিশ্ব মুসলিমের মহাসম্মেলন। আজ ৯ জিলহজ মঙ্গলবার পবিত্র হজ। পাপমুক্তি আর আত্মশুদ্ধির আকুল বাসনায় ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এই পবিত্র হজ পালন করছেন।
গোটা দুনিয়া থেকে আগত লাখ লাখ হজপালনকারী আজ ফজরের পর ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন। করোনা মহামারির কারণে ও পরবর্তী পরিস্থিতিতে সৌদি আরব কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গত তিন বছর নানা শর্তে সীমিত পরিসরে পবিত্র হজ পালনের সুযোগ দেয়া হলেও এবার বড় আয়োজনে হচ্ছে। এর আগে গত রবিবার মক্কার অদূরে মিনায় স্থাপিত তাঁবুতে অবস্থানের মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। সেখানে নির্ধারিত তাঁবুতে অবস্থান করে ইবাদত-বন্দেগির মাধ্যমে সময় কাটাচ্ছেন তারা।