ফিলিপিন্সে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু

যমুনা নিউজ বিডিঃ ফিলিপিন্সের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে, নতুন নেতা বেছে নিতে দেশটির লাখ লাখ ভোটার কেন্দ্রগুলোতে জড়ো হচ্ছেন। সোমবার স্থানীয় সময় ভোর ৬টায় ভোট গ্রহণ শুরু হওয়ার আগে থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের লাইন পড়ে। কোভিড-১৯ মহামারীর কারণে নেওয়া সতর্কাবস্থার কারণে বেশি সময় লাগবে বলে এবার আগেভাগেই ভোট গ্রহণ শুরু করা হয়েছে।

সন্ধ্যা ৭টায় ভোট গ্রহণ শেষ হবে এবং এর কয়েক ঘণ্টার মধ্যেই বেসরকারি ফলাফল আসতে শুরু করবে। এ নির্বাচনের মধ্যে দিয়ে ৩৬ বছর আগে গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো মার্কোস পরিবারের আবার ফিলিপিন্সের শাসন ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে, যা একসময় অচিন্তনীয় ছিলে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফিলিপিন্সের সাবেক একনায়ক ফের্দিনান্দ মার্কোস ও তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের ছেলে ফের্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র এ নির্বাচনে জিতবেন বলে বিভিন্ন জরিপ থেকে ধারণা পাওয়া গেছে। ভোটে মার্কোস জুনিয়রের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন লেনি রেব্রেদো, ২০১৬ সালে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে মার্কোস জুনিয়রকে হারিয়েছিলেন তিনি। মতামত জরিপগুলোতে বংবং নামে পরিচিত মার্কোস জুনিয়র প্রতিদ্বন্দ্বী চেয়ে ৩০ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন, পাশাপাশি চলতি বছর হওয়া সবগুলো জরিপেই প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে শীর্ষে ছিলেন তিনি। যদি শেষ পর্যায়ে এসে ভোটারদের সিদ্ধান্ত পাল্টায় বা ভোট পড়ার হার কম হয় তাহলে রেব্রেদোর জেতার একটা সম্ভাবনা আছে বলে ধারণা বিশ্লেষকদের।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ৮:২৯)
  • ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১০ই রমজান, ১৪৪৪ হিজরি
  • ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০